নষ্ট বিঘার পর বিঘা ধান চাষ, মাথায় হাত চাষীদের
ঝাড়গ্রাম: ভরা বর্ষায় জঙ্গলে খাবারের আকাল।মাঠেও সে রকম কিছু নেই। জমিতে রয়েছে বিঘার পর বিঘা ধান চাষ। বুধবার খাবারের সন্ধানে সাত সকালেই লোকালয়ে ঢুকে পড়লো দলমা দল।একটা-দুটো নয়, ঘুম থেকে উঠে এতগুলো হাতিকে ধান চাষের জমিতে দেখে আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। ঝাড়গ্ৰামেরের জাতীয় সড়কের গুপ্তমনি এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় দাঁপিয়ে বেড়ালো ৩০ – ৩৫ টির একটি দাঁতাল হাতির দল।ছোট বড় মিলিয়ে মোট ৩৫ হাতি রয়েছে ওই দলে। ।
খাবারের সন্ধানে হাতিদের এই যাযাবর প্রবৃত্তি বহুদিনের।জঙ্গল ছেড়ে হাতির দল লোকালের চাষের জমিতে ঢুকেউ পড়ে।ভয়ে এদিক ওদিক ছুটে বেড়ান গ্রামবাসীরা।দাঁতালের দলটিকে কে গ্রামবাসীরা জঙ্গলে ফেরানোর চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ ধান চাষের জমিতে রোডমার্চ করার পর অবশেষে দাঁতালের দল সাঁকরাইলের কুলটিকরির পথ ধরে। এছাড়াও খাবারের সন্ধানে জঙ্গলমহলে পরিচিত দাঁতাল হাতি রামলাল ঝাড়গ্রামের জাতীয় সড়কে দাপিয়ে বেড়ায়।
Leave a Reply